Sunday, 11th May, 2025

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে শরীয়তপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে শরীয়তপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ
ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে শরীয়তপুরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর জেলা ভূমি কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (১২ মে শুক্রবার) দিনব্যাপী প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহিদ হোসেন পনির ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদ। এই সময় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রসহ সকল উপজেলা ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।