
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ গ্রামে বুধবার (১০ মে) সকাল ১০টায় ইতালি প্রবাসী দেলোয়ার সরদারের বাড়িতে আমকুড়াতে গিয়ে কবরস্থানের পাশে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই এলাকার নুসরসত (১১) ও জিসান (১৩) দুই শিশু গুরুতর আহত হয়েছে।
বোমার বিকট শব্দে ও শিশুদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আহত শিশুর পরিবারের সদস্যরা বলেন, প্রবাসী দেলোয়ার সরদার ও তার পরিবার সবাই বাহিরে থাকেন। বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বাচ্চারা সকালে আম কুড়াতে গেলে কবরস্থানের পাশে লাল কষ্টেভ মোড়ানো কয়েকটি বোমা দেখতে পাওয়া তারা। শিশুরা না বুঝে একটি বোমা ধরলে বিস্ফোরিত হয়ে দুটি শিশুই গুরুতর আহত হয়।
তবে কে বা কারা বোমা রেখেছে এখনো তা জানা যায়নি।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশ ও ভূমখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোমা উদ্ধারের ব্যবস্থা নেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।