Sunday, 11th May, 2025

ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল

ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল
ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ শরীয়তপুর ছাত্রকল্যাণ ফোরামের কমিটি হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ই রমজান বিশ্বসাহিত্য কেন্দ্রের হলরুমে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এইচ এম বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিপুল সংখ্যক ছাত্রদের উপস্থিতিতে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী তাহমিদ জামান’কে এবং সেক্রেটারী হিসেবে মনোনীত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাফেজ হোসাইন আহমেদ জুবায়েরকে।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে হাফেজ নুর রহমান ওরফে আব্দুল্লাহ, আবু দাউদ, আমিনুল ইসলাম রনি, সাদী ইব্রাহিম, আবুল কাশেম, আবদুল্লাহ আল মাহমুদ, জুবায়ের মাহমুদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার মীর্জা সাকিব, আমিনুল ইসলাম সোহেল, দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম, মাইদুল ইসলাম, আব্দুর রহমান শাকিল, মোহাম্মদ আবু জাফর শাহীন এবং পূর্বের কমিটির নির্বাহী সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।