
ভেদরগঞ্জ উপজেলার দুইটি ইট ভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং অপর ইট ভাটাকে জরিমানা করেছেন। ইতোপূর্বে আরো দুইবার ইট ভাটা দুইটিতে জরিমানা আরোপ করা হয়। আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকায় এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকস ও নারায়নপুর ইউনিয়নের নিউ ন্যাশনাল ব্রিকস দীর্ঘদিন ধরে নদীর তীরের মাটি কেটে ইট ভাটায় ইট তৈরী করে আসছিল। ইতোপূর্বে আরো দুই বার ওই ইট ভাটা দুটোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভাটা মালিক আইনের প্রতি শ্রদ্ধা না রেখে পুনরায় নদীর তীর থেকে মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করে। এই অভিযোগে ১০ এপ্রিল পুনরায় অভিযান চালিয়ে মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অপর ইট ভাটা মেসার্স নিউ ন্যাশনাল ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ভেদরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীর তীর কেটে ইটের ভাটায় ইট তৈরী করায় ইতোপূর্বে ওই সকল ইট ভাটাকে জরিমানা ও শতর্ক করা হয়। তারা আইন অমান্য করে পুনরায় জয়ন্তী নদীর তীর থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করে। এবার মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিকস ফিল্ড বন্ধ করা সহ নিউ বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে জরিমানা আরোপ করা হয়েছে। অবৈধ মাটি দিয়ে তৈরী ইট ফায়ার সার্ভিসের সহায়তার ধ্বংস করা হয়েছে।
অভিযানে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাসেল নোমান উপস্থিত ছিলেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।