
শরীয়তপুরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আবু সাইদ জিসান নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। জিসান শরীয়তপুর পৌরসভার আংগারিয়া এলাকার বিল্লাল মাদবরের একমাত্র পুত্র ও ইবনে তাছলিমা নাসির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় নিবির, সজিব ও লিমন নামের আরো তিন ছাত্র গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে জিসান দ্রুত গতিতে মটর সাইকেল চালিয়ে শরীয়তপুর শিল্পকলা মাঠ থেকে চৌরঙ্গীর দিকে যাচ্ছিল। অপর দিকে চৌরঙ্গী থেকে নিবির মটর সাইকেল চালিয়ে শিল্পকলা মাঠের দিকে যাওয়ার সময় মক্কা জেনারেল হাসপাতালের সামনের সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত জিসান ও নিবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জিসানের মৃত্যু হয়।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, দুইটি মটর সাইকেলে সংঘর্ষ হয়েছে। বিকট শব্দ করে মটর সাইকেল দুটোই রাস্তায় পড়ে দুমড়েমুচরে যায়। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে জিসান নামের একজনের মৃত্যু হয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।