Tuesday, 13th May, 2025

রমজান মাসে পণ্য মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে পণ্য মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টি করলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
ডামুড্যায় ডিজিটাল পল্লীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি-দৈনিক হুংকার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দাম সারা বিশ্বে বেড়েছে। এ কথা বিবেচনা করে আসন্ন রমজানে আমাদের প্রধানমন্ত্রী ১ কোটি পরিবারকে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি, রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরোপুরি আমাদের হাতে রয়েছে।
তিনি আরও বলেন, রমজান মাস আসার আগেই পণ্য কেনার জন্য সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে এক সঙ্গে। কারণ পণ্য সরবরাহের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে এক সঙ্গে কিনে জমা রাখবে, তাহলে পণ্যসামগ্রীর ওপর চাপ পড়ে যাবে। আমাদের সবকিছু পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু এক সঙ্গে কেনার বিষয়টি পরিহার করতে হবে।
তিনি ১৭ মার্চ শুক্রবার শরীয়তপুরের ডামুড্যায় ডিজিটাল পল্লীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে কিছু মানুষ আছে রমজান এলে পণ্য মজুদ করে দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করে। এবার রমজানে পণ্য মজুদ করলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডামুড্যা উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
স্বাগত বক্তব্য রাখেন স্বণির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা ইয়াং বাংলার আহবায়ক আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মোঃ আখতার হেসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, দারাজের এমডি সৈয়দ মোস্তাহিদল হক।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।