
শরীয়তপুর জেলা পরিষদ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে।
দিবস উপলক্ষে শরীয়তপুর জেলা পরিষদের পক্ষ থেকে সকাল ৮ টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে, জেলা শহরের জিরো পয়েন্টে জাতির পিতার ম্যুরালে ও জেলা পরিষদ কার্যালয়ের ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ৮টায় শিশু সমাবেশ শেষে কেক কাটা হয়। এর পর শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। এরপর শুরু হয় চিত্রাংকণ, কবিতা পাঠ, শিশু কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপস্থাপন ও আলোচনা সভা।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। প্রধান আলোচক ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলেদেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।