Tuesday, 13th May, 2025

শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩, আহত ১

শরীয়তপুর জেলার জাজিরা ও ভেদরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরউদ্দিন মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে সিফাত (২১) ও ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদিম মুন্সী (২৬) ও উত্তর মহিষার গ্রামের আনোয়ারা বেগম (৫৫)। এই সময় সূরা মনি নামে দেড় বছররের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতাল, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত সিফাত জমিতে কাজ করতে যায়। বুধবার দুপুর ১২টার দিকে আকাশে কালো মেঘ হয়ে বৃষ্টি পড়তে থাকে। সেই সময় আকাশ থেকে শব্দ করে বজ্রপাত পরে। তখন সিফাত গুরুতর আহত হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে নিহত বলে ঘোষণা করে। তখন আহত সূরা মনিকে ঢাকায় রেফার করে। বেলা সাড়ে ১১টার সময় নাদিম মুন্সি আকাশে কালো মেঘ দেখে দ্রুত বাড়ি ফিরছিল। মধ্য ছয়গাঁও এলাকায় পৌঁছলে বজ্রপাতে নাদিম আহত হয়। স্বজনরা নাদিমকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত বলে ঘোষণা করে। মোসলেম উদ্দিন মাল এর স্ত্রী আনোয়ারা বেগম গরু আনতে মাঠে যায়। বজ্রপাতে সেখানে আনোয়ারা বেগম ও তার গরুর মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার বলেন, নাদিমকে তার স্বজনরা জরুরী বিভাগে নিয়ে আসে। তার পূর্বেই নাদিমের মৃত্যু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।