Tuesday, 13th May, 2025

ভেদরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ভেদরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
ভেদরগঞ্জে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই প্রতিপাদ্যের মাঝ দিয়ে সারা দেশের ন্যায় ভেদরগঞ্জেও দিবসটি পালিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, ভেদরগঞ্জ বাজার বণিক সমিতি সভাপতি সফি উল্লাহ মাতব্বর, সাধারণ সম্পাদক রাজন হাওলাদার। এ সময় ভেদরগঞ্জ বাজার ও উপজেলার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৫ মার্চ দিবসটি নানান আয়োজনে পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’।
১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তার স্বার্থে চারটি অধিকার স্বীকৃতি লাভ করে। মার্কিন কংগ্রেসে ক্রেতা-ভোক্তা আন্দোলনের আনুষ্ঠানিক স্বীকৃতির ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতিবছর ১৫ মার্চ পালিত হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ১৯৮৫ সালে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করা হয়। বিশ্বজুড়ে ১১৫টি দেশে ২২০টি ভোক্তা অধিকার সংগঠন দিবসটি পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।