
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি অনাবাদি জমি আবাদের আওয়তায় আনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে “ঋণের জন্য কৃষক ব্যাংকে নয়, ব্যাংকই কৃষকের দ্বারে” এই প্রত্যয়ে শরীয়তপুর জেলা প্রশাসনের সমন্বিত কৃষি কর্ম পরিকল্পনার আওয়তায় কৃষকদের হাতে অল্প সময়ে ঝামেলামুক্ত কৃষি ঋণ পৌঁছে দিতে ভেদরগঞ্জে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটরিয়াম চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলামসহ উপজেলার সকল সরকারি বেসরকারি ব্যাংক এর শাখা ব্যবস্থাপকগণ।
এ সময় ৮টি ব্যাংক ও ৫টি উন্নয়ন সংস্থার মাধ্যমে ১২ জন কৃষকের মাঝে মোট ১৬ লক্ষ ১৪ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি অনাবাদি জমি আবাদে আনার নির্দেশনাকে বাস্তবায়ন করতে ইতিমধ্যে আমরা সমন্বিত কৃষি কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এর আওতায় কৃষকের হাতে সহজে কৃষি ঋণ পৌঁছে দিতে কৃষি মেলার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলায়ও কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি “ঋণের জন্য কৃষক ব্যাংকে নয়, ব্যাংকই কৃষকের দ্বারে যাবে” এই পদ্ধতিতে অল্প সময়ে ঝামেলামুক্ত ঋণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে সেই দিন খুব বেশি দূরে নয়, দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। আর আমরা সেই লক্ষকে সামনে রেখেই সকল দপ্তরের সমন্বয়ে এগিয়ে যাচ্ছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।