Tuesday, 13th May, 2025

ডামুড্যায় জাতীয় বীমা দিবস পালিত

ডামুড্যায় জাতীয় বীমা দিবস পালিত
ডামুড্যা জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই শ্লোগানে এবারের বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে ডামুড্যা বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান এর সভাপতিত্বে ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডামুড্যা সার্ভিস সেল (ইনচার্জ) মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জীবন বীমা কর্পোরেশন এর উন্নয়ন ম্যানেজার (ইনচার্জ) মোঃ জিল্লুর রহমান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মতিউর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোঃ আবু তালেব খান, মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির বিশ্বজিৎ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানির মোঃ খলিলুর রহমান মল্লিক, সাইফুল ইসলাম (আলমগীর), পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাজমুন্নাহার নিটু সহ বিভিন্ন বীমা কোম্পানীর বিপুল সংখ্যক সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।