Tuesday, 13th May, 2025

ডামুড্যায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডামুড্যায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ডামুড্যায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় ২০ ফেব্রুয়ারী-২০২৩ ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি নিল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে । ডামুড্যা উপজেলায় ১৯৩টি কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আল ইসলামের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি।
সভায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কহিনুর আক্তার, মেডিকেল অফিসার ডাঃ মুনাম শাহরিয়ার আবির, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিন। এসময় উপজেলার সকল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় ভিটামিন-এ প্লাস বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ডাঃ ফারুক আল ইসলাম এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
প্রধান অতিথি বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আপনারা ভাল জানেন। আপনারা যারা মাঠ কর্মী রয়েছেন আপনারা সবাই সবার অবস্থান থেকে সতর্ক ভাবে কাজ করুন। তাহলেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।