Tuesday, 13th May, 2025

মানবতার ধর্মই অসহায় মানুষের পাশে দাঁড়ানো: নাহিম রাজ্জাক এমপি

মানবতার ধর্মই অসহায় মানুষের পাশে  দাঁড়ানো: নাহিম রাজ্জাক এমপি
ডামুড্যায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর পাওয়া শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন নাহিম রাজ্জাক এমপি। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেছেন, মানবতার ধর্মই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্নহীনে অন্ন দান, বস্ত্রহীনে বস্ত্র দানের মত মহৎ কাজ আর নেই।
শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৫ টায় ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ধানকাটি ইউনিয়নে “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর পাওয়া শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, জেলা পরিষদের সদস্য সৈয়দ ইকবাল হোসেন ওসমান মীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সোনাই, ধানকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গনি মাদবর, সাধারণ সম্পাদক আজগর কাজী, যুবলীগের সভাপতি শাহাজালাল হাওলাদার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।