Tuesday, 13th May, 2025

শীতার্তদের মাঝে আওয়ামীলীগ নেতা নিয়ামত শিকদারের কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে আওয়ামীলীগ নেতা নিয়ামত শিকদারের কম্বল বিতরণ
ভেদরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ভেদরগঞ্জ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিয়ামত শিকদার।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় ভেদরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, ভেদেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খান, ভেদরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শফিউল্লাহ মাতবর, ভেদরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজন হাওলাদার, ভেদরগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, মাস্টার সালাউদ্দিন বেপারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ কষ্ট পাচ্ছে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আমাদের নজর দিতে হবে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের প্রতি। মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নিয়ামত সিকদার বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।