
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় শিক্ষা পদক-২০২২ এর জন্য ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিতদের নামের তালিকা ঘোষণা করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কাইয়ুম পাইক। শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী নির্বাচিত হন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফায়েল হোসেন, শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে মাস্টার সিরাজুল হক সুজল এর ৩ নং রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন চরফিলিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মিয়া। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ১৮ নং দক্ষিণ মহিষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খানম লতা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, গৈড্যা বোর্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আপেল মাহমুদ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছে রাড়ি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার সুমনা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।