
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা পরে গণভোজের আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ অফিসে ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারির সভাপতিত্বে ও ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু মাদবর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, আনোয়ার হোসেন মাল, ইনু বেপারী, মাস্টার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা ডামুড্যা, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, তথ্য ও গবেষণা সম্পাদক জুলহাস মাদবর, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, বন ও পরিবেশ সম্পাদক মিন্টু মাদবর, সহদপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মিঝি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শামীম মাদবর, ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মজিবর সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ ডামুড্যা পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের কমিশনার ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে গণভোজের আয়োজন করা হয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।