Tuesday, 13th May, 2025

নিজের জন্মদিন ‍উপলক্ষে মাস্ক বিতরণ করলেন গেরিলা আজাদ

নিজের ৫৬তম জন্মদিন একটু ভিন্নভাবেই উদযাপন করলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও শরীয়তপুর নিউজ ২৪.কম এর সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ (গেরিলা আজাদ)। কেক কেটে কিংবা কোন আনুষ্ঠানিকতা নয় বরং এই করোনা কালে অসচেতন মানুষগুলোকে সচেতন করার লক্ষে মাস্ক পরিধানে বাধ্যকরন এবং বিনামুল্যে মাস্ক বিতরনের ৩ দিনের কর্মসুচী গ্রহন করেছেন। আজ সোমবার সকালে নড়িয়া বাজারে পথচারী ও গাড়িচালকদের মাঝে ১শ পিস মাস্ক বিতরণ করেন তিনি।

এ প্রসঙ্গে গেরিলা আজাদ বলেন, করোনার কারনে থমকে গেছে আছে পুরো বিশ্ব। এবার নিজের জন্মদিনে একটু ব্যতিক্রমী কর্মসূচি করলাম। আজ ১শ পিস মাস্ক বিতরণ করেছি ও অসচেতন মানুষদের সচেতন করার চেষ্টা করছি। আগামীকাল ও পরশু আরও ২শ মাস্ক বিতরণ করবো।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।