
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ীর স্বরনে ভেনিস ছাত্রলীগ স্বরন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
রবিবার (১৪ জুন) সন্ধায় বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট মেস্ত্রে ইতালী ভেনিস সভাপতি আরিফ হাওলাদার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক রুমান হাওলাদার সঞ্চালনায় করেন।
স্বরন সভায় বক্তরা বলেন আওয়ামী লীগের আদর্শ, ত্যাগের আদর্শ, জনকল্যাণের আদর্শ হাচান আলী রাড়ীর মাঝে ত্যাগের চেতনা ছিল। তাঁর বিদায়ে তথা নড়িয়া পৌরসভা একজন প্রকৃত জনবান্ধব কর্মী হারিয়েছে। হাচান আলী রাঢ়ীর মত এমন ত্যাগী নেতা দলের দুর্দিনে জীবনের ঝুঁকি নিয়ে বারবার ঝাপিয়ে পড়েছে। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
স্বরন সভায় আলেচনা করেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিক ছৈয়াল, সহ-সভাপতি ইব্রাহীম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা,ইতালী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, সহ-সভাপতি সেতু মাঝি, আওয়ামী লীগ নেতা নয়ন ছৈয়াল, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, সাংগঠনিক সম্পাদক সোহাগ মাঝি, মুরাদ ঢালী।
এ সময় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজী হাচান আলী রাঢ়ী গত ২ জুন মঙ্গলবার নড়িয়াতে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও আট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।