Tuesday, 13th May, 2025

২৪ ঘন্টায় শরীয়তপুরে আরও ১৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ২৯৫ জন। নতুন করে কেউকে সুস্থ্য কিংবা মৃত ঘোষনা করা হয়নি। এতে জেলায় সুস্থ্যতার সংখ্যা ১৩৫ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।

বুধবার (১৭ই জুন) সন্ধা সাড়ে ৭ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলায় নতুন ১৫ জন রোগীর মধ্যে শরীয়তপুর পৌরসভায় ২ জন, শরীয়তপুর সদরের আঙ্গারিয়ায় ১ জন, নড়িয়া পৌরসভায় ১ জন, নড়িয়ার ঘরিসারে ২ জন, ভেদরগঞ্জ পৌরসভায় ৩ জন, গোসাইরহাট ইদিলপুর ইউনিয়নে ৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৪২৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যারমধ্যে ৩৮৪৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ৪ জন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রয়েছেন ৫ জন।

উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যাগুলো হচ্ছে সদর উপজেলা ৮২জন,  জাজিরায় ৫৩ জন,  নড়িয়ায় ৫০ জন, ভেদরগঞ্জে ৪৯ জন,  গোসাইরহাটে ২৬ জন ও ডামুড্যায় ৩৫ জন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।