
স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারে লিজ নেওয়া জমিতে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। গত দুইমাস ধরে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত থাকলেও জানেন না স্থানীয় ভূমি অফিস।
যদিও বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে, ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে বহুতল পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেদরগঞ্জ বাজারের ৪৪ নং গৈড্যা মৌজার, ১ নং খাস খতিয়ানে ১৪২৪ বাংলা সনে আমির ডিলারকে ৬ শতাংশ জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু পরের বছর ১৪২৫/২৬/২৭ সনে লিজ আর নবায়ন করা হয়নি। লিজের শর্ত ভঙ্গ করায় চলতি বছর তাকে লিজ প্রদান করেনি জেলা প্রশাসক। অথচ লিজের নামে দখল করা ওই জমিটিতে তিনি আধুনিক মডেলের দ্বিতল ভবন তৈরি করেছেন। এই অনিয়মের কারণে বেহাত হচ্ছে সরকারি জমি ও একই সাথে রাজস্ব হারাচ্ছে সরকার।
মঙ্গলবার (২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বাজারের মধ্য গলিতে সরকারি জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন ১০/১২ শ্রমিক। এর মধ্যে শেষ হয়েছে বহুতল ভবনের বেজমেন্ট নির্মাণের কাজ। চোখের সামনে এভাবে দিনের পর দিন বহুতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত থাকলেও প্রশাসন এ ব্যাপারে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেননি। যদিও নির্মানাধীন ভবন থেকে প্রায় ২শ’ গজ দূরে ভেদরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অফিস।
বেআইনী ভাবে কেন এ কাজ করছেন জানতে চাইলে আমির ডিলার বলেন, এটি উপজেলার ভূমি অফিসের সবাই জানেন। এখন পর্যন্ত অনেক মিডিয়া ও ভূমির অফিসের লোকজন এসেছে কিন্তু কেউ কোন সমস্যার কথা বলে নাই। এই কথা বলে সংবাদ কর্মীদেরও ম্যানেজ করার চেষ্টা করেন দখলদারদের পক্ষে এক জনপ্রতিনিধি।
রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহালম বলেন, ভবন নির্মাণের কথা শুনে আমি ৫/৬ দিন গিয়ে কাজ বন্ধ করতে বলে আসছি। সরকারী খাস জমি লিজ নিয়ে স্থাপনা তৈরি করার কোনো বিধান নেই। বিষয়টি নিয়ে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সরকার থেকে লিজ নেওয়া জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,📱 ০১৭১২-৫০৭৫২৭
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।