
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব এইচ এম বুলবুল শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশির মধ্যে আলোচনায় রয়েছেন। শহীদ পরিবারের লোক হওয়ায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা দেখছেন পালং জাজিরার জনগণ। তার নানা শহীদ মোঃ আলী হোসেন, পিসি আনসার (প্লাটুন কমান্ডার) স্বাধীনতা সংগ্রাম পরিষেদের কোতয়ালী থানার সভাপতি ছিলেন।
তিনি ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের পর চাকুরীতে যোগদান না করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন এবং ২৫ শে মার্চের কালো রাতের পর পুরোপরি যুদ্ধে অংশগ্রহণ করেন। শহীদ মোঃ আলী হোসেন ঢাকা ২ নং সেক্টর কোতয়ালী থানার অধীনে মুক্তিযুদ্ধ ও মুক্তি বাহিনীদের ট্রেনিং দিতেন। ১৯৭১ সালের ২১ শে মে রাত নয়টার সময় ঢাকার ফুলবাড়িয়া স্টেশন লালমিয়ার মসজিদ এ নামাজ পড়া অবস্থায় প্রায় ১০০ থেকে ১৫০ জন পাকিস্তানি মিলিটারী সম্পূর্ণ মসজিদ ঘেরাও করে শহীদ মোঃ আলী হোসেনকে ধরে নিয়ে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট পরে কুমিল্লা ক্যান্টনমেন্ট নিয়ে যায়। পরে শহীদ মোঃ আলী হোসেনকে অমানসিক নির্যাতন করে। কুমিল্লা ক্যান্টনমেন্টে মার্সাল ‘ল’ এর মাধ্যমে তাকে হত্যা করা হয়। শহীদ মোঃ আলী হোসেনের লাশ হানাদার বাহিনী ফেরত দেয় নাই। শহীদ মোঃ আলী হোসেনের পরিবার বর্গগণ অনেক কষ্ট ও লাঞ্ছনার শিকার হয়েছেন। শহীদ মোঃ আলী হোসেন স্মৃতিসৌধের মধ্যে শহীদদের তালিকায় মোট ৬৭০ জন আনসার বাহিনী ছিল। এই তালিকায় ৬৮ নম্বরে ছিলেন শহীদ মোঃ আলী হোসেন।
শরীয়তপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি এইচ এম বুলবুল বলেন, আপাদমস্তক আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সেই হিসেবে সরকারের প্রচার-প্রচারণা আমার আদর্শিক দায়িত্বে পড়ে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সরকার প্রধান হবেন। মাননীয় সভানেত্রী এ আসনে যাকে মনোনয়ন দিবেন দলীয় স্বার্থে তার হয়ে কাজ করা আমি মনে করি নীতিগত দায়িত্ব। কারণ তার বাবার স্বপ্ন শেখ হাসিনা পূরণ করছেন আর আমরা সবাই মিলে শেখ হাসিনার স্বপ্ন পূরণ করবো তার ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব ইনশাআল্লাহ।
এইচ এম বুলবুলের পিতা মাষ্টার আমিনুর রহমান তিনি -১৯৬১ সালে কোলকাতা থেকে বিকম পাশ করেন। পরে তিনি দীর্ঘদিন সুনামের সাথে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এইচ এম বুলবুল আরো বলেন, আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা শরীয়তপুর-১ আসনে মনোনয়ন দেন তাহলে তিনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে ও আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।