
প্রধানমন্ত্রী আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪টি সেবা প্রদান করছেন। এছাড়াও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। আপনারা শুধু আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন। যদি নৌকার বাইরে ভোট দেন তাহলে আপনারা মোনাফেক হয়ে যাবেন। গোপনে ভোট হবে। আমাকে ফাকি দিতে পারবেন কিন্তু আল্লাহকে ফাকি দিতে পারবেন না। নৌকায় ভোট না দিলে নামাজ পড়ে, প্রার্থনা করে, মসজিদ, মন্দিরে গিয়ে কোন কাজ হবে না পালং ইউনিয়নের নরবালাখানা আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর কালে এই সব কথা বলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
এসময় তিনি আরো বলেন, অনেকে বলেন আমরা পাকিস্তান আমলে ভলো ছিলাম। তা মিথ্যা কথা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভালো আছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, তুলাসার ইউপি চেয়ারম্যান জামাল হোসেন ফকির, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আজাহার হোসেন প্রমূখ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শুকুর আলী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনয় থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম জানায়, এখানে জরাজির্ণ যৌথ ব্যারাক ছিল। আমরা প্রকল্পের আওতায় এনে একক ভাবে ২০টি ঘর করে দিয়েছি। এখন সুবিধাভোগীরা নিস্কন্টক ভাবে বসবাস করতে পারবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।