Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

ডামুড্যায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা পরিদর্শণ করছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দিনব্যাপী জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নে শিক্ষা উপকরণ মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ডামুড্যা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে মেলার স্টল গুলো ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা ও ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, দারুল আমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ছিদ্দিকুর রহমান, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জহিরুল ইসলাম, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন প্রমুখ।
শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি টেবিল ল্যাম্প, েেড্রান, কম্পিউটার, রোবট, মাইক্রোস্কোপ, অনুবিক্ষণ যন্ত্রসহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশীয় ফলের স্টল গুলো ছিল চোখে পড়ার মতো। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষা উপকরণ মেলায় আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন ও পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয় যৌথ ভাবে ২য় স্থান, সরকারি আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ৩য় হয়েছে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা বলেন, আমরা নতুন শিক্ষাক্রম চালুর বিভিন্ন ভাবে বাস্তবমুখী টেবিল ল্যাম্পটি তৈরি করেছি, বিদ্যুৎ চলে যাওয়ার পরেও এই ল্যাম্প দিয়ে পড়াশোনা করতে পারি। আমরা রোবট তৈরি করতে পারি।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্ন উপকরণ দিয়ে নতুন যন্ত্রপাতি বানাতে পারি, আমরা গাড়ি বানাতে পারি। যেসব জায়গায় আমরা পৌঁছাতে না পারবো এর মাধ্যমে ছবিসহ তথ্য উপাত্ত পেয়ে যাবো।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা বলেন, ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ মেলা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা নতুন শিক্ষাক্রম সম্পর্কে সহজে গ্রহণ করেছেন যার প্রতিফলন এই উপকরণ মেলার মাধ্যমে উপস্থাপিত হয়েছে। আমরা আশা করি নতুন শিক্ষা বাস্তবায়ন করতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন আমাদের আসার সঞ্চার ঘটেছে। এরাই পারবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।