
স্বর্ণিভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা, শরীয়পুর-৩ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবধ্য আছে বলেই আমরা বার বার ক্ষমতায় এসে দেশ সেবার সুযোগ পাই। সারা দেশের মানুষের নির্ভরতার ঠিকানা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর বিশ্বাসের ঠিকান হচ্ছে আপনারা তৃণমূলের নেতৃবৃন্দ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ দেশের মানুষ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নৌকা মার্কাায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে ৫ম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে ইনশাআল্লাহ।
শনিবার (২৪ জুন) দুপুরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ এর বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকারি শামসুর রহমান কলেজের জাতীয় বীর আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা।
গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহজাহান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবে সভাপতি অনল কুমার দে। গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইসচেয়ারম আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জাকির হোসেন দুলাল, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দর রশিদ গোরন্দাজ, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সরদার, দপ্তর সম্পাদক মাস্টার আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদকগণ।
নাহিম রাজ্জাক আরো বলেন, বঙ্গবন্ধু অতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দ্বীপে নৌঘাঁটি নির্মাণ ও সামরিক স্থাপনার বন্ধক দিতে রাজি ছিলেন না বলেই তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনা এই মার্কিনী প্রলোভনকে সাহসভরে প্রত্যাখ্যানের হিম্মত রাখেন। আমরা যারা আওয়ামী লীগ করি এটাই আমাদের একমাত্র অহংকার ও গর্ব।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।