মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

সখিপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সখিপুর থানা পুলিশের হাতে আটক দুই ইয়াবা ব্যবসায়ী। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের সখিপুরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দির একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ডেপসা এলাকার আলি জোহার পুত্র মো. সফুর (২৭) ও বরিশালের মুলাদী থানার উত্তর বালিয়াতলি এলাকার মোকসেদ ফকিরের পুত্র ফিরোজ (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মুশফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।