Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শরীয়তপুর জেলায় বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহপরান এর প্রতিনিধি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ডামুড্যা পৌরসভা মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুর বাশার চোকদারসহ কমিটির অন্যান্য সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।