
শরীয়তপুরের জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণে উপজেলার বড় গোপালপুর, বিকে নগর, মূলনাসহ বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশ নেয়া কৃষক কৃষাণীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল হোসেন মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রানী বিশ্বাস ও মুসলিমা জাহান রুনিয়া।
এ সময় কৃষক কৃষাণীদের মধ্যে কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন উপস্থিত কৃষি কর্মকর্তারা।
উল্লেখ্য, জাজিরা উপজেলা কৃষি অফিস দীর্ঘদিন ধরে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ ও অধিক লাভজনক কন্দাল ফসল উৎপাদনে কাজ করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ওলকচু, কাসাভা সহ নানা ধরণের উচ্চমূল্যের ফসল। এরই ধারাবাহিকতায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীদের দেয়া হয় এই প্রশিক্ষণ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।