মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে পলিথিন জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমানা

শরীয়তপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সহকারি কমিশনার অভিজিৎ সাহা। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ পলিথিন রাখার দায়ে দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় জেলা সদরের পালং বাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ করতে অভিযান চালায়। দুই ঘণ্টা ব্যাপি এ অভিযানে ১০০ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় পালং বাজারের তপন সাহার দোকানে অভিযান চালিয়ে ১০০ কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রাশেল নোমান জানান, বেলা ১১টা থেকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার অভিজিৎ সাহার নেতৃত্বে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পালং বাজারের তপন সাহার দোকান থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করি।
পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সাহার ভ্রাম্যমান আদালত দোকান মালিককে ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেন।
সহকারি পরিচালক রাশেল নোমান বলেন, শরীয়তপুর পালং বাজারে এর আগেও অনেকবার পলিথিনের ব্যাগের ব্যবহার নিয়ে সাবধান করা হয়েছে। তার সত্ত্বেও আমরা বিভিন্ন অভিযানে পলিথিন উদ্ধার করছি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে পলিথিন বন্ধের কথা বলা হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি ঠিক থাকে না। আইনী ভাবে নিষিদ্ধ পলিথিন জব্দে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।