
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে মধুপুর গ্রামের তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি রুবেল শেখের (৩০) বিরুদ্ধে।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে ওই ধর্ষককে গ্রাম্য সালিশে জুতাপেটা করে রেহাই দিয়েছেন গ্রামের মাতবররা।
এরআগে, রোববার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর দুইটা পযর্ন্ত ওই গ্রামের তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষকের বাড়ির নিচতলায় আটকিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত রুবেল।
এ নিয়ে অসন্তুষ্ট শিশুটির পরিবার। তাদের অভিযোগ, ধর্ষকের কাছ থেকে মোটা অংকের ঘুষ নিয়ে এমন বিচার করেছেন মাতবররা। জুতাপেটার শিকার ধর্ষক উপজেলার চামটা ইউনিয়নের দিনারা (মধুপুর) গ্রামের মোঃ মতি শেখের ছেলে রুবেল শেখ। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে সালিশ বৈঠকে মীমাংসা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ওই স্কুলছাত্রীর মা অভিযোগ করেন, গত রবিবার (১১ নভেম্বর) সকালে তার মেয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় প্রতিবেশি রুবেল শেখ তার মেয়েকে সকাল থেকে দুপুর পযর্ন্ত আটকে ধর্ষণ করে। মেয়ে ফিরে এলে মেয়ের অবস্থা দেখে তাঁর সন্দেহ হয়। তার মেয়ে বলেন রুবেল মুখে গামছা দিয়ে বেদে রেখে সারাদিন ধর্ষণ করে এবং কাউকে জানালে তাকে মেরে পুকুরে ফেলে দেবার ভয় দেখায়। তাই প্রথম কাউকে কিছু জানাননি। পরবর্তীতে তিনি মেয়ের কাছে ঘটনা জানতে পেরে আশপাশের লোকজনকে জানান। পরে গতকাল গ্রামের মাতব্বরেরা সালিস ডেকে রুবেলকে জুতাপেটা করেন।
তিনি আরও বলেন, এলাকার মুরব্বিদের অনুরোধে সালিশ বৈঠকের মাধ্যেমে বিষয়টি মীমাংসা হয়েছে। সালিশ বৈঠকে ওই রুবেলকে জুতাপেটা করা হয়েছে। যেহেতু মেয়ের বিষয় তাই তিনি আইন আদালত করতে যাননি বলে জানান।
মধুপুর গ্রামের মতি শেখের বাড়িতে অনুষ্ঠিত সালিশ বৈঠকে বাচ্চু শেখ ও শামীম শেখের নেতৃত্বে এলাকার অন্য মাতবররা উপস্থিত ছিলেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ধরণের ঘটনায় সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করার আইনগত কোনও বিধান নেই। ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ও সালিশদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।