Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ঢাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা

ঢাবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন হোপেস নেতৃবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

আনুষ্ঠানিক ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শনিবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
গত ৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এর হোমিও ইউনিট প্রধান হোমিও পেশাজীবি সমিতি (হোপেস) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. আব্দুর রাজ্জাক তালুকদারের নেতৃত্বে বিভিন্ন পেশাজীবি হোমিও ইউনিট ও হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানায়।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে ড. মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পান সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। পরবর্তীতে চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পান।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।