
নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ ধরায় ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। একই সঙ্গে মাছ ধরার ২টি জেলে নৌকা, ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকালে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ও নরসিংহপুর নৌ ফাঁড়ির পুলিশ তাদের আটক করে।
নরসিংহ পুর নৌ ফাঁড়ির পুলিশের আইসি মোঃ নাজমুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। একই সময় মাছ ধরার ২টি জেলে নৌকা ও ৫০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
তিনি বলেন, আটক জেলেদের তথ্য যাচাই বাছাই শেষে পৃথক নিয়মিত ২টি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ২ টি নৌকা নৌ ফাঁড়ির হেফাজতে রয়েছে। আর মাছ গুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আটককৃত জেলেরা হলেন- মোঃ বেল্লাল (৫৫), মোঃ বাচ্চু মিয়া (৪৮), মোঃ বাবুল হাওলাদার (৫০), মোঃ সাহেদুল মাল(১৯)।
মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া থেকে নড়িয়া উপজেলার ২০কিলোমিটার ও মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ।
আইন অমান্য করে কোনো জেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।