Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

পদ্মা সেতু এলাকায় বাড়ি ক্রয় করে বিপাকে

পদ্মা সেতু এলাকায় ক্রয়কৃত এই বাড়িতে কাজ করতে গিয়ে বাধার সম্মুখিন। ছবি-দৈনিক হুংকার।

জাজিরা উপজেলার ১০০ নং দিয়ারা নাওডোবা মৌজার জৈনদ্দিন মাদবরের কান্দি গ্রামে বাড়ি ক্রয় করে বিপাকে পড়েছে একজন ব্যবসায়ী। স্থানীয় কতিপয় কুচক্রী মহল সেই বাড়ি ভোগ দখলে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সংস্কার কাজ করতে গেলেই চক্রান্ত শুরু করেন তারা। বিষয়টি এবার স্থানীয় চেয়ারম্যান পর্যন্ত গড়িয়েছে। তিনি উভয় পক্ষের উপস্থিতিতে বিরোধীয় বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের আলী আহসান বেপারী (৪১) ১০০ নং দিয়ারা নাওডোবা মৌজার ৭৪২ ও ৩৯৫ নং বিআরএস খাতিয়ানের ২০৮১ ও ২০৫৭ নং দাগ থেকে ১৭ শতাংশ জমিসহ একটি বাড়ি ক্রয় করেন। ক্রয়কৃত জমিটি ২০২১ সালে জাজিরা ভূমি অফিস থেকে নামজারী করা হয়েছে। সেই জমিতে একটি জরাজীর্ণ ঘর রয়েছে। সেই ঘরটি মেরামত করার জন্য শ্রমিক নিয়ে গেলেই স্থানীয় ছোরহাব ফকির, হাকিম খান, আলমগীর ফকির বাধা সৃষ্টি করে। সর্বশেষ গত বুধবার ২১ সেপ্টেম্বর বুধবার ইট, বালু ও সিমেন্টসহ রাজমিস্ত্রী নিয়ে ঘরটি মেরামত করতে যায়। সেখানেও মহলটি বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন ঢালীর কাছে যায় ভুক্তভোগী পক্ষ।
বাড়ির ক্রয় মালিক আলী আহসান বেপারী বলেন, আমি মূল মালিক থেকে জমি ক্রয় করেছি। ১০ বছর ধরে সে জমিতে আমিও সেখানে দখল আছি। সেখানে একটি পুরাতন ঘর রয়েছে। ইতোমধ্যে ১২ বার সেই ঘরটি মেরামতের জন্য চেষ্টা করি। প্রতিবারই চক্রটির বাধার মুখে পড়ি। এবার বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি বিষয়টি সমাধানে আশ্বস্থ করেছেন।
আলমগীর ফকির জানায়, উল্লেখিত দাগে আলী আহসান বেপারী জমি ক্রয় করেছে। তবে যেখানে ভোগ দখলের চেষ্টা করছে সেখানে জমি পাবে না। তাই আমরা বাধা দিয়ে আসছি। সে যেখানে জমি পাবে সেখানে গিয়ে ভোগ দখল করলে আমাদের কোন আপত্তি থাকবে না।
নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী বলেন, কিছুদিন ধরে এক ভদ্রলোক ফোনে আমাকে বিষয়টি অবগত করেছেন। আমার ইউনিয়নে এমন অনিয়ম চলতে পারে না। উভয় পক্ষের সাথে যোগাযোগ করেছি। বৈরী আবহাওয়ার পরিবর্তন হলে উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিব।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।