Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জাকির হোসেনকে পরানো হলো অতিরিক্ত ডিআইজির র‌্যাংগ ব্যাজ

অতিরিক্ত ডিআইজ জাকির হোসেন মজুমদারকে র‌্যাংগ ব্যাজ পড়িয়ে দিচ্ছেন পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি-দৈনিক হুংকার।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (সেবা) কে র‌্যাংগ ব্যাজ পরানো হয়েছে।
১৩ নভেম্বর সন্ধ্যায় বরিশাল মেট্রোপুলিটন পুলিশ হেড কোয়ার্টাস্ এ র‌্যাংগ ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (সেবা) কে র‌্যাংগ ব্যাজ পড়িয়ে দেন। পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতরিক্ত পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত, জাকির হোসেন এর গর্ভধারিনী মা ও সহধর্মিনী সন্তানসহ বরিশাল পুলিশ বিভিাগের উর্ধতন কর্মকর্তাগণ।
মোহাম্মদ জাকির হোসেন মজুমদার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী লাকার্তা গ্রামের সম্রান্ত্র মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি বর্তমানে দক্ষিণের বিভাগীয় জেলা বরিশালে উপ-কমিশনার হিসেবে কর্মরত আছেন। মোহাম্মদ জাকির হোসেন মজুমদার (পিপিএম) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত রাঙ্গামাটি, বরগুনা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, বান্দরবান জেলায় এবং ডিএমপি বিএমপিতে দায়িত্ব পালন করেছেন। পুলিশ বাহিনীতে প্রবেশের পর থেকে কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারংবার। ব্যক্তিস্বার্থ নয়, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। জাকির হোসেন যেখানেই কর্মরত ছিলেন সেখানের জনগণ তাকে অফুরান ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন। পুলিশ সুপার হিসেবে তিনি বান্দরবান জেলায় দায়িত্ব পালন করেন। এ ছারাও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে এক বছর দায়িত্ব পালন করেন। জাকির হোসেন মজুমদার বান্দরবান জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির পুলিশ পদক (সেবা) লাভ করেন। অপরাধ দমনে সাহসিকতা, সেবা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ পদক অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।