মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে চোরাই গাড়িসহ দুই জন গ্রেফতার

গোসাইরহাট থানা পুলিশের হাতে চোরাই গাড়িসহ গ্রেফতারকৃত দুই চোর। ছবি-দৈনিক হুংকার।

চোরাই গাড়িসহ গোসাইরহাটের কাশিখন্ড এলাকা থেকে দুইজন চোর গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুচাইপট্টি গ্রামের সেলিম মালের ছেলে শিপন মাল (২২) ও কোদালপুরের মৃত কালাচান পাজালের ছেলে সুমন পাজাল (২৮)। গোসাইরহাট থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান চলাকালে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় গোসাইরহাট থানায় আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
স্থানীয় ও গোসাইরহাট থানা সূত্রে জানা যায়, চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় রাতে টহল জোরদার করে গোসাইরহাট থানা পুলিশ। ভোর চারটার দিকে গোসাইরহাট ইউনিয়নের কাশিখন্ড এলাকার রাস্তা থেকে একটি নছিমন ও একটি ট্রলি গাড়িসহ চোর সন্দেহে দুই জনকে আটক করা হয়। ট্রলিটি ছিল দাসের জঙ্গল গ্রামের বিল্লাল বেপারীর আর নছিমন বাবলু বেপারীর। এই ঘটনায় বিল্লাল বেপারী বাদী হয়ে থানায় মামলা করেছে।
গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদার জানান, চোর চক্রের দুইজন সদস্য চোরাই মালসহ গ্রেফতার হয়েছে। নিয়মিত মামলা দিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।