
সাইনবোর্ড লাগাতে গিয়ে নজরুল ইসলাম (২৪) নামের এক তরুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মার গেছেন। শনিবার বিকালে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় একটি মাদ্রাসার খুলে পরা লোহার গেটে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন ওই তরুন।
পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই তরুন সদরের বালুচরা এলাকার বাসিন্দা ছিলেন। এ সময় এমদাদ হোসেন (৪৫) ও জাহাঙ্গীর ফকির (৫০) নামের দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার বালুচরা এলাকার মৃত সেকান্দার মোল্যার ছেলে নজরুল ইসলাম লোহার গ্রীল তৈরির কারখানার শ্রমিক ছিলেন। শনিবার লোহার গ্রীল তৈরির কারখানার মালিক এমদাদ হোসেন ও ওই কারখানার আরেক শ্রমিক জাহাঙ্গীর ফকিরের সাথে একটি মাদ্রাসার সাইনবোর্ড লাগাতে যান। নতুন ওই মাদ্রাসাটি জেলা শহরের গোলাম হায়দার খান মহিলা কলেজের কাছে। শুক্রবার ঘুর্নিঝড় মিধিলির প্রভাবে ওই মাদ্রাসার সাইনবোর্ডটি ভেঙে খুলে পরে যায়। বিকাল ৪টার দিকে ওই শ্রমিকরা লোহার গেটের ওপর সাইনবোর্ড লাগানোর কাজ শুরু করেন। তখন অসতর্কতা বসত সাইনবোর্ডসহ লোহার গেটটি বিদ্যুতায়িত হয়ে যায়। সাথে সাথে ওই তিন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। আর আহত এমদাদ হোসেন ও জাহাঙ্গীর ফকিরকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
নিহত নজরুল ইসলামের চাচাত ভাই শাওন মোল্যা বলেন, নজরুলের বাবা ও মা কেউ বেঁচে নেই। ওরা খুব গরিব মানুষ। দুই ভাই ফার্নিচারের শ্রমিকের কাজ করেন। সংসারে অভাব থাকার কারণে সে লোহার গ্রীল তৈরির কারখানায় কাজ করত। সে এভাবে আমাদের ছেরে চলে যাবে ভাবতে পারিনি।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপপরিদর্শক চুন্নু শেখ বলেন, বিদুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তা ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ ছারাও ঘটনাটি পুলিশ তদন্ত করবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।