
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন বিএনপি লাদেনের মত গর্তে বসে কর্মসূচি দেয়, রাস্তায় এসে কর্মসূচি ঘোষনা করতে পারে না। তারা আগুন সন্ত্রাস করে, বাসে আগুন দেয়, মানুষ পুড়িয়ে মারে, পুলিশ হত্যা করে, প্রধান বিচারপতির বাড়ি ভাংচুর করে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কদমতলা বাজারে পাটদল যুক্তিতলা ব্রীজের পূর্ব দিক হতে পন্ডিতসার বাজার পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাবক্স মিয়া সড়ক উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০০১ থেকে ২০০৫ আমরা ভুলে যাই নাই, বিএনপির লোকজনের হামলার শিকার হয়েছে প্রতিটা মানুষ, আমি উপমন্ত্রী হওয়ার পরে তাদের কিছুই বলি নাই, তারা শান্তিতে আছে। উদারতা মানেই দূর্বলতা না। তারা যদি আবারো আগুন সন্ত্রাস করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না, কঠোর ভাবে তাদের দমন করবো। রাজপথ আমাদের দখলে আছে, দখলে রাখতে হবে। এসময় তিনি পঞ্চমবারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট চান।
এসময় তাঁর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা সহকারি ভূমি অফিসার পারভেজ হাসান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা জোবায়েদা হক অজন্তা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, জপসা ইউপি চেয়ারম্যান আনোয়ার মাদবর, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসের, উপজেলা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ডা. শওকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহমেদ সিকদার, সাধারন সম্পাদক খান জাহাঙ্গীর প্রমূখ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।