Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

নড়িয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে সফল সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের নড়িয়ায় “সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জাতীয় সমবায় দিবসের এবারের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা।
শনিবার (৪ নভেম্বর) এ উপলক্ষে নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া পৌরসভা মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান জাকির হোসেন বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, এ্যাড. রওশন আরা বেগম, উপজেলা সমবায় অফিসার আবদুর রহমান মিয়া, প্রধান শিক্ষক মিন্টু চন্ড রায়, সহকারী কর্মকর্তা ফিরোজ বাইন ও সহকারী পরিদর্শক এস এম শাহাদাৎ হোসেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কমকতাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।