
৪৯ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়লো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা বাংলাদেশি এই জাহাজটি ৪ নভেম্বর শনিবার বন্দরের হারবাড়িয়ায় নোঙ্গর করেছে। রামপালের কয়লা নিয়ে এর আগেও কয়েকবার জাহাজটি মোংলা বন্দরে এসেছে।
জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারি ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৪ নভেম্বর শনিবার ভোররাতে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে বাংলাদেশি পতাকাবাহী ওই জাহাজটি। এরপর সকাল থেকেই শুরু হয় জাহাজ থেকে লাইটারে কয়লা খালাস কাজ। এরপর লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে তা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রের গোডাউনে। তিনি আরো জানান, ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে জাহাজটি ২১ অক্টোবর বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৭০ মেট্রিকটন কয়লা নিয়ে গত ১ নভেম্বর মোংলা বন্দরে আসে ‘এমভি জগ রাজিব’ নামের একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ। উল্লেখ্য, ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।