
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরের জাতীয় যুব দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ।
বুধবার (১ নভেম্বর) শরীয়তপুর জেলা যুব ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শ্যামল চন্দ্র মালাকার। আলোচনার শেষে উদ্যোক্তা, সফল সংগঠক ও প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে চেক বিতরণ এবং সনদ প্রদান করা হয়।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।