
শরীয়তপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার (৯ জুলাই) সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল হক, সরকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মুহাম্মদ শাহপরান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অনল কুমার দে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় সভায় গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, পিপি মির্জা হজরত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারসহ আইন শৃঙ্খলা কমিটি অন্যান্য সদস্যগণ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পাভেজ হাসান বলেন, সারাদেশের তুলনায় শরীয়তপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল, আমাদের জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের লোকজনের সহযোগিতায় শরীয়তপুর জেলার সার্বিক অপরাধ দমন ও মাদকমুক্ত করা সম্ভব।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।