Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ব্যাচের বিদায় অনুষ্ঠান

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি-দৈনিক হুংকার।

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ তম ও ২১ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মাহমুদ আলম, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইমামুনুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক সনেট কুমার সাহাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। বিদায় অনুষ্ঠানে ২০ তম ও ২১ তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।
এসময় নতুন কর্ম জীবনে তাদের শুভকামনা জানান তিনি। কর্মক্ষেত্রে ভালো অবস্থান তৈরি করে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, “কোন বিদায় চিরস্থায়ী নয়, তা তো নতুনের শুরু, এক স্থান থেকে আরেক স্থানে যাবার প্রক্রিয়া মাত্র। শিক্ষার্থীদের কর্ম জীবনে সফলতা, শিক্ষকদের আনন্দের কারণ। বর্তমান যুগ প্রযুক্তির যুগ আর প্রযুক্তি মানেই ইলেকট্রনিক্সের ব্যবহার। এটি অপার সম্ভাবনাময় ক্ষেত্রে। ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কর্মক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে হবে। বিদায়ী সকলের কর্ম জীবনে সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারি অধ্যাপক সনেট কুমার সাহা তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।