মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ছবি-দৈনিক হুংকার।

ভেদরগঞ্জ উপজেলার সর্বাধিক শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোয়ন্ননে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সামাজিক অবক্ষয় রোধে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি এর নির্দেশনায় ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আলহাজ¦ ইউনুস মোল্লা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি টুকু বেপারী। এ সময় ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকগণ সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে শপথ গ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করেন। তারা প্রতিজ্ঞা করেন যে তারা ভবিষৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে সামাজিক অবক্ষয় রোধে ভূমিকা পালন করবেন। এর পরে বিশেষ ভুমিকার জন্য প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।