
নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ঐতিহ্যবাহী সাদিয়া ফাউন্ডেশন ও আহম্মদ নগন দাখিল মাদ্রাসার প্রথম অবসরে যাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ ইদ্রিস মোড়ল এর অবসর জনিত বিদায়ী সংবর্ধনা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মিলনায়তনে আলহাজ্ব সাদেক আলী ছৈয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাদিয়া ফাউন্ডেশন ও আহম্মদ নগন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট হোমিও চিকিৎসক আলহাজ্ব ডাঃ মজিবুর রহমান হিরু। বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী, দানবীর, মাদ্রাসার দাতা সরদার তরুন, প্রতিষ্ঠাতার সহধর্মিণী ডাঃ নুরুন নাহার রুমা। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাশার। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ জনি সরদার, ডাঃ দুলাল হোসেন খান, শিক্ষক প্রতিনিধি মাওলানা আলী আজগর।
সংবর্ধিত ইদ্রিস মোড়ল বলেন, আমার মতো একজন ছোট কর্মচারীর জন্য প্রতিষ্ঠান যে আয়োজন করেছে তাতে আমি গর্বিত। বিদায় হলেও যত দিন বেঁচে থাকবো মাদ্রাসায় থাকবো।
প্রধান অতিথি বলেন, আমরা সব সময়ই আমরা উপরের ব্যক্তিকে আদর সম্মান তোষামোদ করে থাকি। আমাদের ছোট পর্যায়ের ব্যক্তির জন্য ভাবিনা। আমাদের প্রতিষ্ঠান চতুর্থ শ্রেণীর কর্মচারী ইদ্রিস মোড়লকে যে ভাবে সম্মিনিত করেছে তাতে আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা আগামী তিন বছর পর্যন্ত তাকে সাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অবসর ভাতা দিব। যেটা বাংলাদেশের জন্য বিরল ঘটনা।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।