মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নিবিরের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নিবিরের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের শাস্তির দাবীতে মানবন্ধন। ছবি-দৈনিক হুংকার।

হৃদয় খান নিবিরের (১১) হত্যাকারী ও হত্যার অন্তরালে পরিকল্পনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন সহস্রাধীক নারী-পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ।
নিহত হৃদয় খান নিবির (১১) শরীয়তপুর সদর উপজেলার ডোমসার গ্রামের খিলগাঁও গ্রামের প্রবাসী মনির খানের ছেলে শিশু কানন কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ৩১ জুলাই মুক্তিপণের দাবীতে অপহরণ পরবর্তী তাকে হত্যা করে অপহরণকারীরা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।