
শরীয়তপুর জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের প্রায় ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ জুন সোমবার শরীয়তপুর জেলা পরিষদের হলরুমে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা পরিষদের আয়োজনে বাজেট অনুষ্ঠানে শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, ডামুড্যা পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম রাজা, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মাদবর।
শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শামীম হোসেন রেজা এর সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাইয়ুম পাইক, জেলা পরিষদ সদস্য নেছার উদ্দিন মাদবর, সৈয়দ ইকবাল হোসেন ওসমান, বোরহান মুন্সী, আলী আহম্মেদ চুন্নু, এ্যাড. হাবিবুর নাহার নিপা ও আসমা আক্তার । এ সময় জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন, হিসাব রক্ষক মীর জসীমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ২০২৩-২৪ অর্থ বছরে শরীয়তপুর জেলা পরিষদের মোট ৫৫ কোটি ৮৬ লাখ, ৬৮ হাজার ৩৪০ টাকা আয় ও ব্যয় ধরে বাজেট ঘোষণা প্রস্তাব করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নযনের জন্য জেলা পরিষদ কে স্থানীয় ভাবে অর্থিক ভাবে শক্তিশালী করেছেন। আমরা আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী গ্রামের মানুষকে শহরের সেবা প্রদানের জন্য কাজ করছি। আমাদের জেলায় আধুনিক ডাকবাংলো, অডিটোরিয়াম, যাত্রী ছাউনি নির্মাণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।