
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গিকার” এ শ্লোগানে গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত পরিচিতি পূর্ব আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার ইকবাল আহমেদ বাচ্চু ছৈয়াল। উপজেলা সন্তান কমান্ডের সভাপতি তৌহিদ আহমেদ (রুবের) রাড়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর শরীয়তপুর জেলা সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সাধারণ সম্পাদক দুলাল ছৈয়াল, সহ-সভাপতি মোঃ ফারুক আলম রাড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এম নজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম বিপ্লব, অর্থ সম্পাদক শাহানা আক্তার রিনা, প্রচার ও প্রচারণা সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য মিজানুর রহমান। উপজেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সভাপতি রাশেদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, ডামুড্যা উপজেলা সভাপতি নুরুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক মোঃ মিলাদ হাওলাদার, সখিপুর থানার সভাপতি রাহিমা আক্তার, সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম ওয়ালিদ।