
শরীয়তপুরের ডামুড্যায় জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে চাচির ধারালো বটির কোপে মারাত্মকভাবে জখম হয়েছে দেবরের মেয়ে বিউটি বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৬ টার সময় বিউটি বেগম (৩০) ফজর নামাজ পড়তে অজু করতে ঘরের বাহিরে গেলে বিউটির বড় চাচা নুরুল ইসলাম বেপারীর স্ত্রী সাহিদা বেগম হঠাৎ করে বিউটি কে কোপাতে থাকে। এসময় বিউটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চাচী সাহিদা বেগম পালিয়ে যায়। এরপর আহত বিউটি কে আত্মীয়স্বজনরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
প্রতিবেশী লিটন, ছাত্তার, রহমত উল্লাহ, দোলন বেপারী, নিপু বেপারী বলেন, সাহিদা আমাদের সকলের সাথে প্রায় সময় ঝগড়া করেন এবং আমাদেরকে মার ধরের হুমকি দেন। তারা আরো বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই। এই মহিলার সঠিক বিচার দাবি করছি আমরা।
স্থানীয় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উল্লাহ বেপারী জানান, মোঃ ইছাহাক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে তার আপন বড় ভাই নুরুল ইসলাম বেপারী ও ভাবী সাহিদা বেগম এর সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। আমরা অনেক বার উভয় পক্ষকে নিয়ে মিলমিশ করার চেষ্টা করেছি কিন্তু সাহিদা বেগমের জন্য পারেনি।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম বলেন, আহত বিউটি বেগম এর বাবা মোঃ ইছাহাক বেপারী একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।