
শরীয়তপুরে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার সকালে শরীয়তপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকার চৌরঙ্গী মোড়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন অপু এমপি। এই সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, আব্দুর রাজ্জাক পিন্টু, সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন’ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মুন্সী, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান সোহাগ, মালেক হোসেন অপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিল্লুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন রিপনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু এমপি বলেন, আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের এই দিনে আমরা শরীয়তপুরের গুরুত্বপূর্ণ এলাকার চৌরঙ্গীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নবনির্মিত ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি আরও গর্ববোধ করি জেলা আওয়ামীলীগ ও আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সফল ভাবে জাতির পিতার ম্যুরাল নির্মাণ করতে পেরে। আমরা সৌভাগ্যবান যে আজ স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করতে পেরে। পরবর্তীতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের নিয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল আমরা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করব।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।