
ঘূর্ণিঝর ইয়াসে দেশের যে সব এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেসব এলাকা পরিদর্শণ করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। এ সময় তিনি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ডের আগাম প্রস্তুতি থাকায় ইয়াস ঘূর্ণিঝড়ে শরীয়তপুরসহ সারা দেশে বড় ধরনের নদী ভাঙ্গন হয়নি।
তিনি ২৮ মে শুক্রবার সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি এবং ইয়াস ঝড়ের প্রভাবে উত্তাল পদ্মার পাড়ের ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন কালে এসব কথা বলেন।
এসময় পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চল ফরিদপুর এর প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাধায়ক সৈয়দ শাহিদুল আলম, শরীয়তপুর পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ প্রকল্প সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির আওতায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ৯ দশমিক ৩৫ কিলোমিটার এলাকা রক্ষা করা হচ্ছে। ১ হাজার ৪ শত ১৭ কোটি টাকা চলমান এই প্রকল্পটি ২ হাজার ২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।
ইয়াস ঝড়ে শরীয়তপুরের পদ্মার ডানতীরের বাঁশতলা এলাকার নির্মানাধীন অংশে ৭০ মিটার এলাকায় ফাটল দেখা দিলে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ড।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।