
শরীয়তপুরে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব-ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্য অর্জনের মধ্য দিয়ে ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪ জানুয়ারী সকালে কেন্দ্রীয় ছাত্রীলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শরীয়তপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল মাদবর, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পারভেজ রহমান জন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার, সোহেল খন্দকার, রাকিব বেপারী, সাদ্দাম হোসেন খান, সোহাগ বেপারী, তাজেল জমদার, সাইফুল হাসান সোহান, আদনান শামিম, হৃদয় মাদবর, ইলিয়াছ প্রমূখ।
শরীয়তপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবর এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি। ছবি-দৈনিক হুংকার।